রাষ্ট্রীয় ও অরাষ্ট্রীয় প্রতিষ্ঠানসমূহে সুশাসন প্রতিষ্ঠা ও একটি দুর্নীতি বিরোধী সংস্কৃতি গড়ে তোলার লক্ষ্যে ২০১২ সালে সোনার বাংলা গড়ার প্রত্যয়ঃ জাতীয় শুদ্ধাচার কৌশল প্রণয়ন করা হয় । শুদ্ধাচার চর্চার জন্য এই কৌশলপত্রে ১০ টি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এবং ৬ টি অরাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে বেছে নেয়া হয়েছে। নির্বাহী বিভাগ ও জনপ্রশাসনের আওতাধীন মন্ত্রণালয়/বিভাগ, দপ্তর/সংস্থা এবং মাঠপর্যায়ের কার্যালয়সমূহের জন্য মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক শুদ্ধাচার কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়। ২০২১-২২ অর্থবছর থেকে সমন্বিত এপিএ কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। এর আওতায় সুশাসন সংক্রান্ত ৫ টি কর্মপরিকল্পনা আছে। এগুলো হলো, শুদ্ধাচার, সিটিজেন চার্টার, অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা, তথ্য অধিকার এবং উদ্ভাবন কর্মপরিকল্পনা। এসকল কর্মপরিকল্পনা সহজে এবং নির্ধারিত সময়ের মধ্যে দাখিল এবং কর্মপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত প্রমাণকসমূহ দাখিল প্রক্রিয়াকে সহজসাধ্য করার জন্য “ সুশাসন কার্যক্রম ব্যবস্থাপনা সিস্টেম” প্রস্তুত করা হয়েছে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS