-ঃএক নজরে এল ডি ডি পি প্রকল্প এর প্রধান প্রধান কার্যক্রম সমূহঃ-
১. হাউজ হোল্ড সার্ভে
২. প্রদত্ত ক্যাটাগরী ভিত্তিক সুফলভোগী নির্বাচন করে ডেমো খামারীর নাম প্রস্তাব
৩. নিবার্চিত সুফলভোগীদের সংগৃহিত তথ্য হালনাগাদ করার নিমিত্তে যাচাই বাছাই
৪. ঘাস চাষ সম্প্রসারণ কার্যক্রম
৫. বিনামূল্যে কৃমিনাশক বিতরণ
৬. প্রডিউচার গ্রুপ ও নন প্রডিউচারদের মধ্যে বিনামূল্যে ক্ষুরা রোগের টিকা প্রদান
৭. পিজি ও নন পিজি সদস্যদের বিভিন্ন বিষয়ভিত্তিক প্রশিক্ষণ প্রদান
৮. পিজি সদস্যদের এক্সপোজার ভিজিটে নিয়ে যাওয়া
৯. প্রদত্ত ক্যাটাগরী ভিত্তিক সুফলভোগী নির্বাচন করে জলবায়ু সহিষ্ণু খামার স্থাপনে খামারীর নাম প্রস্তাব
১০. কাইছার পাড়া মুরগী উৎপাদনকারী দলের সদস্যদের সেড নির্মাণ কাজ তদারকি
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS